ইসলামী ছাত্র মজলিসের বার্ষিক সম্মেলনে ২০২৪-২৫ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রায়হান আলী। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দেশ থেকে আসা ছাত্র প্রতিনিধিদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন। মনোনয়ন প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র মজলিসের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মুনতাসির আলী। কমিশনের সদস্য ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, তাওহীদুল ইসলাম তুহিন, শায়খুল ইসলাম প্রমুখ।