রাজশাহী-৫ (বর্তমানে রাজশাহী-৬) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রায়হানুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। এদিকে শুক্রবার রাতে নগরীর উপশহর নিউমার্কেটের সামনে থেকে মোহনপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালামকে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা আছে।