ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিলেট সীমান্তে এবার আটক হলেন চার নারী। গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। আটকরা হলেন- যশোরের জেবা বেগম (৩৫), খুলনার নুর নাহার (৩৫) ও রিমি ঢালি (১৮), নড়াইলের লিপি বেগম (৪০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলার ১২৭২/৪ সীমান্ত পিলারের কাছে মায়াবী ঝরনা নামক স্থান দিয়ে জুয়েল রানা নামে এক দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই চার নারী। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। তবে জুয়েল রানা কৌশলে পালিয়ে যায়। পরে ওই চার নারীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় জুয়েল রানা ও আটক চার নারীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়।