বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি ফ্যাসিবাদীর বিদায় হয়েছে, বাংলাদেশে যাতে কোনো দিন আর ফ্যাসিবাদী স্বৈরাচারের আবির্ভাব না ঘটে। এ দেশে যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। গতকাল রাতে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত পূজামন্ডপ পরিদর্শন ও পূজারিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।