নির্বাচন যত পিছিয়ে যাবে, সংকট তত তীব্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’ আয়োজিত ‘অবিলম্বে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে’ প্রতীকী প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সরকারের কাছে খুব বেশি কিছু প্রত্যাশা করি না। ছোট একটি প্রত্যাশা আছে। দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেন না। ড. মুহাম্মদ ইউনূস জ্ঞান গরিমা এবং কর্মের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি। তিনি নির্বাচন কবে হবে, এই কথাটা যতদিন জাতিকে জানাতে না পারবেন ততদিন নানা বিতর্ক তৈরি হবে। এই বিতর্ক সৃষ্টিতে সরকারের ভূমিকা থাক, এটা আমরা প্রত্যাশা এবং পছন্দ করি না।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাজারে আগুন লেগে গেছে। দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে, মানুষ অস্বস্তিতে পড়েছেন। নতুন সরকার আসার পর এই অবস্থা হবে, সেটা কেউ প্রত্যাশা করেনি। তারা প্রত্যাশা করেছিল, জিনিসপত্রের দাম কমবে। সরকার সংস্কার করবে, যেটি পরবর্তী সরকার সংসদে এসে অনুমোদন করবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে চলাটাই এ সরকারের সাফল্যের একটি কারণ হতে পারে। দূরত্ব বাড়লে দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং স্বাধীনতার জন্য বিপদ হতে পারে।