জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এখন যে সরকার ক্ষমতায় আছে এটা অন্তর্বর্তী। এ সরকারের কাজ দেশ শাসন করা নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকারই মূলত জনদুর্ভোগ লাঘবে কাজ করবে।
মিয়া গোলাম পরওয়ার গতকাল তাঁর নির্বাচনি এলাকা খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার থুকড়ো ও চুকনগরে দলের পক্ষ থেকে বিল পাবলা ও ভবদহের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষকে নগদ অর্থসহয়তা প্রদানকালে এসব কথা বলেন।