খুলনায় আদালত চত্বর থেকে দৌড়ে পালিয়ে যাওয়া আসামি হৃদয় সরদারকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ৩ ঘণ্টা পর দুপুর ২টায় বাসে করে বাগেরহাটে পালানোর সময় কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে দায়িত্বে অবহেলায় কোর্ট পুলিশে এসআই কৃপা সিন্দুসহ চার এএসআই ও দুই কনস্টবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গতকাল বেলা ১১টার দিকে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায় হৃদয় সরদার। সে দৌলতপুর পাবলার দত্ত বাড়ি এলাকার মিন্টু সরদারের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা বলেন, ২০২৩ সালের একটি চুরির মামলায় আসামি হৃদয় জেলহাজতে ছিল। বেলা ১১টায় তাকে আদালতে নিয়ে আসার সময় সে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে বাগেরহাটে কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।