মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি জানিয়েছে এ বছর কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে ৪১ হাজার ৫৮৭ জন রোহিঙ্গা। গত বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০২৪ সালে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে ১১ হাজার, ৩৯৫টি পরিবারের ৪১ হাজার ৫৮৭ জন রোহিঙ্গা। নতুন রোহিঙ্গাদের পুরুষ এবং নারীর অনুপাত প্রায় সমান। পুরুষের সংখ্যা ৫০ দশমিক ৭ শতাংশ এবং নারী রয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ। নতুন রোহিঙ্গাদের মধ্যে ৪৮ শতাংশ শিশু, ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ৭ শতাংশ বৃদ্ধ।
সংস্থাটি আরও বলছে, নতুন রোহিঙ্গাদের মধ্যে সিংহভাগই এসেছে মিয়ানমারের মংডু থেকে। বাংলাদেশে পালিয়ে এসেছে মংডুর মোট ১১ হাজার ২৩৮টি পরিবার।
শুধু অক্টোবরেই বাংলাদেশে এসেছে ১ হাজার ১৩০ পরিবারের মোট ৪ হাজার ২৩৬ জন রোহিঙ্গা।