কারফিউসহ বিরাজমান পরিস্থিতিতে যশোরে মাছের রেণু ও পোনা উৎপাদনে ধস নেমেছে। জেলার হ্যাচারিগুলো প্রায় বন্ধ। সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহে যশোরের হ্যাচারি মালিকদের কমপক্ষে ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। যশোর হ্যাচারি মালিক সমিতির নেতারা জানান, দেশে সাদা মাছের রেণু ও পোনার মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ সরবরাহ হয় এখান থেকে। সহকারী পরিচালক মাহবুবুর রহমান বলেন, এটা সাময়িক সমস্যা। পরিস্থিতির উন্নতি হলেই সবাই মিলে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।