কোটা সংস্কার আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে মারা যান হৃদয় আহমেদ শিহাব (১৮)। ফার্নিচারের দোকানে কাজ করতেন তিনি। ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন মা-বাবা। মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। বাবা বাকরুদ্ধ। কান্নাজড়িত কণ্ঠে নিহত শিহাবের মা বলেন, ‘ছেলে দুপুরে খাইয়া কারখানায় যাইতেছিল। ওই তো আন্দোলন করে নাই। ওরে কেন গুলি কইরা মারল। একমাত্র ছেলে হারিয়ে আমি কি নিয়া বাঁচমু। বাবার কাছে আমারে নিয়া যাও।’