লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নে প্রধান পাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। মৃতরা হলো মিলন (১১) ও মুজাহিদ (৯)। তারা কুচলিবাড়ি ইউনিয়নের প্রধান পাড়ার রবিউল ইসলামের ছেলে।
জানা যায়, দুপুরে মিলন ও মুজাহিদ ওই এলাকার মিজানুর রহমানের পুকুরে গোসলে নামে। একপর্যায়ে দুজনই ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জাল ফেললে উঠে আসে তাদের লাশ।