নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি কালাকুমা ও তাড়ানি গ্রামে বসতবাড়িতে তান্ডব চালিয়েছে বন্যহাতি। তছনছ করেছে ঘরে থাকা আসবাবপত্র। শুক্রবার রাতভর চলে এ তাণ্ডব।
এলাকাবাসী জানান, রাতে ২৫-৩০টি হাতি তারানি গ্রামের গারো আদিবাসী ব্রজমালা সাংমার বসতঘর গুঁড়িয়ে দেয়। খেয়ে সাবার করেছে গোলায় থাকা ৩০-৪০ মণ ধান। একই দিন কালাকুমা গ্রামের নাজমুল হোসেনের বাড়িতেও তাণ্ডব চালায়। ঘরে থাকা ৪ মণ চাল, ৫-৬ মণ ধান ও বৈদ্যুতিক মিটারসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ছাড়া নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেনের ফল বাগানের বিদেশি জাতের ১৫-২০টি নারিকেল ও আমগাছ খেয়ে এবং ভেঙে ফেলেছে।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বন্যহাতির অত্যাচার বন্ধে উপজেলা পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগীদের মধ্যে মশাল জ্বালানোর জন্য ডিজেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন ও এর স্থায়ী সমাধান করতে হলে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।