নরসিংদীতে ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের হাতে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ একটি প্রাইভেট কার এবং গাড়িতে থাকা তিনজন আটক হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড় এলাকায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মনির হোসেন, দুর্গাপুরের নুরু মিয়ার ছেলে কারচালক জুলহাস মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া শহরের রাসেল আহম্মেদ। শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন। পাশেই ছিলেন আনসার-ভিডিপি সদস্যরা। এ সময় একটি প্রাইভেট কার ভৈরবের দিকে যাচ্ছিল। চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের সন্দেহ হয়। তারা গাড়িটি তলাশি দুটি ব্যাগে বিপুল টাকা পায়। বিষয়টি সেনাবাহিনীকে জানালে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে আটকদের জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে জানা যায়নি।