হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ডাকাত দল। তারা পরিবারের লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে। বিষয়টি জানতে পেরে সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাতে। স্থানীয়রা জানান, স্বজন গ্রামের পার্শ্ববর্তী লাখাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুধীর রায়। তার ছেলে সনজিৎ রায় ব্যবসার কাজে রাতে দোকানে ছিলেন। এ সুযোগে ৭-৮ জন বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন ডাকাতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ ঘটনার পর থেকে ওই গ্রামে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। থানায় পুলিশ সদস্য না থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি।