গলাচিপায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর জিওসি-৭ পদাতিক ডিভিশন কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। উপজেলা পরিষদে গলাচিপার ইউএনও মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে গতকাল এ সভা হয়। উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মুজাহিদ, কর্নেল তারিক, কর্নেল জাহিদ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম প্রমুখ। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিনিধি অংশ নেন।