ফরিদপুরের চরভদ্রাসনে সাপের কামড়ে ফেলা ফকির (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, ফেলা একই ইউনিয়নের ছমির ব্যাপারী ডাঙ্গী গ্রামের রহম ফকিরের ছেলে। ২১ আগস্ট বিকালে ধান খেত থেকে ফেরার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। প্রথমে তাকে ওঝার কাছে নিলে ওঝা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিতে বলেন। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাতে ঢামেক পাঠানো হয়। ঢামেকে গতকাল তার মৃত্যু হয়।