বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দিনমজুর বাবু মোল্লার কবর জিয়ারত করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের নেতৃত্বে নেতৃবৃন্দ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে বাবুর কবর জিয়ারত করেন। পরে তারা বাবু মোল্লার পরিবারের সদস্যদের সদস্যদের খোঁজ খবর নেন এবং সব ধরনের সহযোগিতার বিশ্বাস দেন।