সুন্দরবনের বন্যপ্রাণী ও মাছের প্রজনন নিশ্চিত করতে জেলে-বনজীবীসহ পর্যটক প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে কাল। শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের নুর ইসলাম মুন্সি, সোনাতলার আসাদুল মাতব্বর, খুড়িয়াখালীর জেলে হাবিব ও জামাল জানান, তিন মাসের নিষেধাজ্ঞা সময়ে আমাদের অনেক কষ্ট করে পরিবারসহ জীবিকা নির্বাহ করতে হয়েছে। খুশির খবর হচ্ছে রবিবার থেকে আবার পাস-পারমিট নিয়ে সুন্দরবনে মাছ আহরণ করতে যাব।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির দুমার দো জানান, জুন, জুলাই ও আগস্ট মাস মাছের প্রজননের উপযুক্ত মৌসুম। এ সময় সাধারণত সব মাছ ডিম ছাড়ে। ২০১৯ সাল থেকে প্রতিবছর এ তিন মাস সব প্রকার মৎস্য আহরণ বন্ধ থাকে। এ ছাড়া এ সময় সুন্দরবনের বন্যপ্রাণীদেরও প্রজনন মৌসুম। প্রাণপ্রকৃতি ঘুরে দাঁড়াতে দেশ-বিদেশের পর্যটক প্রবেশও বন্ধ করে দেওয়া হয়।