রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা কার্যক্রম আগামী রবিবার থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে। স্নাতক প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাসও শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের আহ্বানে গতকাল ডিনদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত হয়। কোষাধ্যক্ষ জানান, রবিবার থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষাও শুরু করতে পারবে।