কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে গতকাল পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় তারা। নিহতরা হলো- তামিম (১২) ও আশিক (১১)। তারা ওই গ্রামের রকিবুল ইসলাম ও আকছেদ আলীর ছেলে। ওসি মাহবুবুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।