গাইবান্ধা সদর উপজেলায় ডিএসবি পরিচয়ে এনএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে জামিরুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। গতকাল গাইবান্ধা আদর্শ কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা ওই যুবককে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সেরাজুল ইসলাম।
আটক জামিরুল রাজশাহীর বাঘা উপজেলার ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, তিন-চার মাস আগে ডিএসবি পরিচয়ে এনএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে সদর উপজেলার দক্ষিণ আনালেরতাড়ী গ্রামের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত ছাব্বিরসহ তিনজনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত জামিরুল ইসলাম। এ ঘটনায় ইয়াছিনসহ শিক্ষার্থীরা গতকাল সকালে গাইবান্ধা আদর্শ কলেজের সামনে থেকে জামিরুলকে আটক করে পুলিশে দেন।