চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বাবা আকতার হোসেনকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সাকিবের (২৪) বিরুদ্ধে। বুধবার গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় সরকার বাড়িতে ঘটনাটি ঘটেছে। হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, বিষয়টি পারিবারিক কলহ থেকেই ঘটেছে। রাতেই আকতার সরকারকে ধারালো অস্ত্র দিয়ে তারই ছেলে সাকিব সরকার কুপিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।