ওড়না দিয়ে পেছন থেকে বাঁধা দুই হাত। পরনে কালো বোরকা। শরীর এসিডে ঝলসানো। তিস্তা নদীতে ভেসে আসা সেই লাশের পরিচয় মিলেছে। মেহেদি রাঙা হাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী গতকাল লাশের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম জোস্না বেগম। সে নীলফামারীর ডিমলা থানার খড়িবাড়ী এলাকার জহর আলীর মেয়ে ও দশম শ্রেণির ছাত্রী।
জানা যায়, ১৯ দিন আগে একই জেলার জাহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জোস্নার। এরপর চাচাতো বোনের বিয়ের দাওয়াতে নিজ বাড়ি এসেছিল সে। শুক্রবার নিখোঁজ হয় জোস্না। চার দিন পর তিস্তা নদীর স্রোতে লাশ ভেসে মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকায় চরে আটকে যায়।