চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির তীব্র সংকটের আশঙ্কায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সেখানে কৃষকদের ধান চাষে নিরুৎসাহ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে খাদ্য উৎপাদন এলাকা বরেন্দ্র অঞ্চলে এই সংকট প্রকট ও দীর্ঘ হচ্ছে। সূত্রমতে, এ কারণে ওই সব এলাকায় আগামীতে ইরি ধান চাষে নিরুৎসাহ দিচ্ছে বিএমডিএ। এতে আগামীতে খাদ্য উৎপাদনে চরম অনিশ্চয়তার শঙ্কা করা হচ্ছে। এতে কৃষকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। বাধ্য হয়ে অন্য ফসল উৎপাদনের প্রস্তুত নিচ্ছেন তারা। কৃষকরা বলছেন, বিএমডিএ’র হঠকারি সিদ্ধান্তে দেখা দিতে পারে চালের চরম সংকট। আর বিএমডিএর দাবি, আগামী দিনে পানির ব্যবহার নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় মাসখানেক ধরেই চলছে আমন ধান ঘরে তোলার কাজ। অনেক কৃষক আবার ধান ঘরে তুলে জমি প্রস্তুত করছিলেন ইরি ধান চাষ করার জন্য। কিন্তু হঠাৎ বিএমডিএ হঠকারি সিদ্ধান্ত নিয়ে ইরি ধান চাষ না করতে ডিপোর অপারেটর ও সংশ্লিষ্ট কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করছে। এমনকি নির্দেশ অমান্য করে ধান চাষ করলে বেঁধে দেওয়া সময়ের বেশি বিদ্যুৎ না দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। ফলে কৃষকরা বাধ্য হয়েই বিএমডিএর নির্দেশ মেনে মৌসুমি ফসল গম, মুসর ডাল ও ভুট্টা চাষে প্রস্তুতি নিচ্ছেন। কৃষক এনামুল বলেন, ধান ছাড়া লাভজনক তেমন অন্য কোনো ফসল উৎপাদন হয় না বরেন্দ্র অঞ্চলে। তাই বছরে তিনবার ধান চাষ করেন তিনিসহ অন্য কৃষকরা। কিন্তু পানির সংকট বলে বিএমডিএ এবার ইরি ধান চাষ করতে নিষেধ করেছে। বিএমডিএর ডিপ টিউবওয়েল অপারেটর সাইদুর রহমান বলেন, ধান চাষ কমানোর বার্তা দিয়ে বিএমডিএ নির্দেশ দিয়েছে মৌসুমি ফসলে সেচ দিতে। বিএমডিএর সহকারী প্রকৌশলী মো. মুসাইদ মাসরুর বলেন, দিন দিন ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই পানি ধরে রাখতে এবং আগামীতে সেচ নিশ্চিত করতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। তার দাবি, মৌসুমি ফসল হিসেবে বিভিন্ন জাতের ডাল, শাকসবজি, আলু উৎপাদন হয় অল্প সেচে। তাই কৃষকদের মৌসুমি ফসল উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে।
শিরোনাম
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জ
ভূগর্ভস্থ পানির তীব্র সংকট
ধান চাষে নিরুৎসাহিত করছে বিএমডিএ কৃষকদের অসন্তোষ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর