আগামী অক্টোবর মাসেই দখল ও দূষণমুক্ত হবে বগুড়ার করতোয়া নদী। এ জন্য সীমানা নির্ধারণ করে নদীর অস্তিত্ব ফিরে আনার তাগিদ দেওয়া হয়েছে। বগুড়ায় গত বুধবার এক সভায় জেলা প্রশাসক হোসনা আফরোজা এ তথ্য জানান। সভায় নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণ, নদী অবৈধ দখল-দূষণমুক্ত করা এবং কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম প্রমুখ।
এর আগে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। জেলা প্রশাসক জানান, অন্তর্বর্তী সরকার দুই মাসের মধ্যে বাংলাদেশের সব নদী দূষণ, দখলমুক্ত ও সীমানা নির্ধারণ করে অস্তিত্ব ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন। সেই মোতাবেক ১৫ দিন শেষ হয়েছে। আমরা অক্টোবর মাসের মধ্যে বগুড়ার সব নদীর সীমানা নির্ধারণ কাজ শেষ করব। প্রথমে করতোয়া নদী, এরপর অন্যগুলো।