ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ ২৫ দফা দাবিতে পদযাত্রা করেছেন শিক্ষার্থীরা। সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শহর শাখা থেকে গতকাল বিশাল পদযাত্রা বের হয়ে ঝিলটুলী, নিলটুলী, প্রেস ক্লাব, জনতা ব্যাংক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। সেখানে সভায় শিক্ষার্থীরা ২৫ দফা দাবি তোলেন।
তারা বলেন, আন্দোলনে যারা হামলা চালিয়েছিল তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অনেকের নামে মামলা হলেও পুলিশ গ্রেপ্তার করছে না। বিভিন্ন দপ্তরের দুর্নীতি বন্ধসহ ফরিদপুর শহর সুন্দরভাবে গড়ে তোলার দাবি জানান। অন্য দাবির মধ্যে রয়েছে- জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ হাজার শিক্ষার্থীর দুর্ভোগ নিরসনে বায়তুল আমান সড়ক প্রশস্তকরণ, পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ, ভূমি সংক্রান্ত সব দুর্নীতি, হয়রানি বন্ধ, যুব উন্নয়ন, টিটিসির প্রশিক্ষণের মানোন্নয়ন, বাস সিন্ডিকেট বন্ধ, ন্যায্য ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং সব পরিবহন তাদের জন্য উন্মুক্ত করা ও মাদকের স্পট ধ্বংস করা।