কয়েকদিনের টানা বৃষ্টিতে দিনাজপুরের নদীনালা, খালবিল, আবাদি জমি পানিতে টইটম্বুর। মাছচাষি, জেলেসহ শৌখিন শিকারিরা নেমেছেন মাছ ধরতে। ধরা পড়ছে দেশি প্রজাতির নানা মাছ। অনেকে এসব মাছ বিক্রি করতে নিচ্ছেন বাজারে। দেশি মাছ কিনতে ভিড় করছেন মানুষ। নদী, খালবিল এলাকার কাছের বাজারগুলোর এমন অবস্থা।
খানসামা উপজেলার পাকেরহাটে শাপলা চত্বর এলাকার মাছহাটি ও রাস্তার দুই পাশে গতকাল দেখা যায়, দেশি ও ছোট মাছের পসরা। বিক্রি হচ্ছে ট্যাংরা, শিং, মাগুর, কই, গছি, বাইম, বোয়াল, টাকি, পুঁটি, চোপড়া, শোলসহ বিভিন্ন দেশি মাছ। এসব মাছ দেখে ক্রেতাদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কারণ অন্য সময় দেশি মাছ তেমন পাওয়া যায় না। আবার এখন সরবরাহ বেশি থাকায় মাছের দামও হাতের রয়েছে নাগালে।
পাকেরহাটের ক্রেতা নুর মোহাম্মদ বলেন, সব সময় বাজারে দেশি মাছ পাওয়া যায় না। দামও বেশি থাকে। বৃষ্টি হলে বাজারে দেশি মাছ মেলে। দামও তুলনামুলক কম থাকে।