সড়কের পাশ দিয়ে হাঁটছিল মানুষ। মাছির ভন ভন শব্দ শুনতে পান তারা। শব্দের উৎস খুঁজতে গিয়ে পাওয়া যায় অজ্ঞাত লাশ। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার মডেল মসজিদের পাশে পরিত্যক্ত জমি থেকে গতকাল লাশ উদ্ধার করে পুলিশ। দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম এ তথ্য জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় বা মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ জানায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে মনে হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।