গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি গ্যারেজের নৈশপ্রহরী দুদু মিয়াকে (৭২) হত্যার ঘটনায় নাজমুল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গোবিন্দগঞ্জ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হন তিনি। রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসামিকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার নাজমুল হক সাঘাটা উপজেলার রামনগর আদর্শ গ্রামের আশরাফ আলীর ছেলে। নৈশপ্রহরী দুদু মিয়ার বাড়ি পলাশবাড়ী উপজেলার সুইগ্রামে। একই গ্রামের নূরে আলম সিদ্দিকী জিল্লুর গ্যারেজে নৈশপ্রহরীর কাজ করতেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই রাতে দুদু মিয়া গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন। পরদিন সকালে গ্যারেজের দরজার তালা ভাঙা এবং তার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গ্যারেজে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা পাওয়া যায়নি। -