বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে আটটি বার্মিজ গরু ও নয়টি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বুধবার রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন খবরে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়ন জওয়ানরা ফুলতলী, লেম্বুছড়ি, জারুলিয়াছড়ি ও ভালুখাইয়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালায়। ফুলতলী বিওপির টহলদল তিনটি গরু ও তিনটি মহিষ, লেম্বুছড়ি বিওপি টহলদল পাঁচটি মহিষ, জারুলিয়াছড়ি বিওপির টহলদল তিনটি গরু এবং ভালুখাইয়া বিওপি টহলদল দুটি গরু ও একটি মহিষ আটক করে।