ঘুষবাণিজ্যের অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, এসআই, এএসআইসহ ছয়জনের নামে মামলা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার বিকালে মামলাটি হয়। আদালত মামলা আমলে নিয়ে গাইবান্ধা পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। অভিযুক্তরা হলেন বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ আবদুল আজিজ, এসআই জুলিয়াস রহমান, এএসআই মাসুদ রানা ও এএসআই আসলাম। এ ছাড়া স্থানীয় আবদুল হামিদ ও আমির উদ্দিনকে আসামি করা হয়েছে।