বগুড়ায় শারদীয় দুর্গাপূজায় কুমারীপূজা হয়েছে। মহাষ্টমী তিথিতে গতকাল শাজাহানপুর উপজেলার গন্ড গ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রমে এ পূজার আয়োজন করা হয়। এ সময় আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। বগুড়ায় কুমারীপূজার জন্য মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে এ বছর কুমারী মায়ের আসনে বসানো হয় আট বছর বয়সি নিভৃত মন্দির সাহাকে। কুমারীর বয়স আট বছর হওয়ায় উমা নামে পূজিত হন। পূজা কার্যক্রম পরিচালনা করেন আশ্রমের পুরোহিত বাসুদেব ব্যানার্জী। নিভৃত মন্দির সাহা বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং চিকিৎসক ডা. মিল্টন কুমার সাহার কন্যা। চিকিৎসক ডা. মিল্টন কুমার সাহা জানান, তার মেয়েকে মা হিসেবে পূজা করে পুরো নারী জাতিকে সম্মান দিতে পারছি যা নিশ্চয় সৌভাগ্য। জানা গেছে, বগুড়া জেলার ১২টি উপজেলায় ৬৩০ মন্ডপে দুর্গাপূজা হচ্ছে।
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে। আগামী রবিবার বিজয়া দশমীর মাধ্যমে দুর্গোৎসব শেষ হবে।