২৪ ঘণ্টায় পানি থেকে চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা : ভোলায় পানি থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলো- হুজাইফা আক্তার (৩) ও সাইফুল আহমেদ (২)। হুজাইফা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিনের মেয়ে এবং সাইফুল নবীপুর গ্রামের নুরনবী মিয়ার ছেলে। তাদের পরিবার পুলিশকে জানিয়েছে, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পরিবারের লোকরা। শুক্রবার রাতে উপজেলার আঠারখাদা গ্রাম সংলগ্ন নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো- আঠারখাদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ (৭) ও হুমায়ুনের ছেলে আবু হুজাইফা (১০)। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। পরে রাতে নদীর তীরে তাদের পোশাক পাওয়া যায়। পরে রাত ১১টার দিক নদী থেকে তাদের লাশ উদ্ধার করে গ্রামবাসী। রাজবাড়ী : পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে সোবদুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার শাহামীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোবদুল্লাহ কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাট এলাকায় মোহাম্মদ জিয়ার ছেলে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর অমিত হাসান (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। গতকাল সন্ধ্যায় ভাটিবন্দর এলাকায় মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।