গাজীপুরের হাতিমারা এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে সিটি করপোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মধ্যরাতে সিটি করপোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে সারাবো এবং কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে। আগুনে গোডাউনের সব মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন গোডাউনের মালিক হাসান মোল্লা। তিনি জানান, পোশাক কারখানার অব্যবহৃত কাপড়ের টুকরা পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।