ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় রুমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরে প্রাইভেট জাহানারা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রসূতির মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যায় সদ্যভূমিষ্ঠ হওয়া নবজাতক। রুমা দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর বেড়িবাঁধ এলাকার নছুর উদ্দিনের মেয়ে।
রুমার স্বামী হাবিবুর রহমান বলেন, শনিবার দুপুরে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসববেদনা শুরু হলে জাহানারা প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসি। রাতে নরমাল ডেলিভারিতে কন্যা সন্তান হয়। কিছু সময় পর রুমার স্ত্রীর প্রচুর রক্তক্ষরণ হয়। তখন গাইনি ডাক্তার না থাকায় সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে তার। আমি হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এ বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ঘটনার পর হাসপাতাল পরিচালক ডা. আবদুল হামিদ মোল্লাকে আটক করা হয়েছে। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।