জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের রাধানগর গ্রামে দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে গ্রামবাসীর অর্থ ও পরিশ্রমে। গতকাল সকাল থেকে গ্রামবাসী কাঁচা রাস্তাটিতে ইট বিছানোর কাজ শুরু করেছেন। গ্রামের নারী-পুরুষ অর্থের জোগান দিয়ে চলাচলের জন্য প্রায় ৩০০ ফিট রাস্তার কাজ শুরু করেছেন। জানা যায়, রাধানগর গ্রামের নারী-পুরুষ দীর্ঘদিন ধরে পাকা রাস্তার অভাবে কাঁচা রাস্তায় সীমাহীন কষ্টের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। স্কুল শিক্ষক আবদুল করিম জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বারবার আবেদন করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। তাদের অবহেলার কারণেই এমন উদ্যোগ।
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতেই গ্রামের সাধারণ মানুষ উদ্যোগী হয়ে রাস্তায় ইট বিছানোর কাজ শুরু করেছেন। দু-তিন দিনের মধ্যে এ কাজ শেষ হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির বলেন, এই কাজ করে তারা প্রমাণ করেছেন, জনসমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যে কোনো বড় সমস্যার সমাধান করতে পারে।