আলিম পরীক্ষায় পাস করা প্রতিবন্ধী রাসেল মৃধার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন ইসলামী ছাত্রশিবির। গতকাল দুপুরে তাকে শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ করাতে তার বাসায় উপস্থিত হয়ে লেখাপড়ার দায়িত্ব নেওয়ার কথা জানান ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সিংড়া উপজেলা সভাপতি ইমরান ফরহাদ, নাটোর জেলার সাবেক সভাপতি মীর কুতুবুল আলম, উপজেলা অর্থ সম্পাদক মাহমুদ হাসান, পৌর শিবিরের সভাপতি আল-আমিন প্রমুখ।
রাসেল মৃধা সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে ৩ দশমিক ২৯ পেয়ে উর্ত্তীণ হন। তিনি শোলাকুড়া গ্রামের আবদুর রহিম মৃধার ছেলে।
জানা যায়, পা দিয়ে লিখে আলিম পাস করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ছাত্রশিবির নেতৃবৃন্দের নজরে এলে তারা রাসেলের বাড়িতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান।