চাঁদপুরে কোস্টগার্ড লঞ্চে অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বরিশালগামী লঞ্চে একটি বড় স্কুল ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর থেকে তিন প্যাকেটে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মোঃ ফাহাদ (১৯) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মুড়াপাড়া গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক ব্যাবসায়ীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এই তথ্য জানান।
বিডি প্রতিদিন/এএ