ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন, গণগ্রেফতার, মামলা ও হয়রানির প্রতিবাদে দুই দফা পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শহরের আর্ডগ্যালারি চত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ নিয়ে এগিয়ে যাবার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ নিয়ে পৌরসভার গেটের দিকে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পরে সেখানে পুনরায় পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় সেখানে আবারও ব্যারিকেড ভেঙে সামনে দিকে এগিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। শিক্ষার্থীরা পুনরায় পৌরসভার গেটের সামনে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে আন্দোলন করেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনে শিক্ষার্থীরা ৯ দফা বাস্তবায়ন-সহ সমন্বয়ক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করেন তারা।
বিডি প্রতিদিন/একেএ