যথাযথ মর্যাদায় বরিশালে পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বরিশাল নগরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
নগরের ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ জেলা, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। অপরদিকে সার্কিট হাউসে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় প্রশাসন।
এদিন সকাল ১০টা ১ মিনিটে বরিশাল নগরের বধ্যভূমির স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান, আব্দুর রহমান, আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, জাকারিয়াসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
বিডি প্রতিদিন/নাজিম