চাঁদপুরের মতলব উত্তরে হাবিব উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুর রকিব।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ১১ জুলাই চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ৩নং সাদুল্লাহপুর ইউনিয়নে একটি পুকুর থেকে হাবিব উল্লাহর মৃতদেহ পুলিশ উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামী মো: কামাল মিয়াকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে ২য় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে হাবিব উল্লাহ তার কাছ থেকে ১০ হাজার টাকা নেয়। কিন্তু পরবর্তীতে মেয়ে না দেখানোর কারনে দু"জনের মধ্যে বাক-বিতণ্ডা ও ধস্তা ধস্তি শুরু হয়। এক পর্যায়ে আসামি কামাল মিয়া ভুক্তভোগী হাবিব উল্লাহকে তলপেটে ও অন্ডকোষে লাথি মেরে পুকুরে ফেলে দেয়। পরে সে সেখান থেকে নারায়ণগঞ্জে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম