শার্শায় অবৈধভাবে হাঁসের ফার্মে শিয়াল মারার উদ্দেশ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া সংযোগের জিআই তারে স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামে এক কৃষক মারা গেছে। রবিবার বেলা সাড়ে ৮টার সময় শার্শার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাঁসের খামারটি বিক্ষুব্ধ গ্রামবাসী ভাঙচুর করেছে। আহাদ আলী শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাহাদুর মোল্লার ছেলে। অপরদিকে হাঁসের খামার মালিক সোহাগ হোসেন ওরফে কালু একই গ্রামের ইউনুস আলীর ছেলে।
ভুক্তভোগী পরিবারের জুলেখা বেগম বলেন, তার শ্বশুর বাড়ি থেকে সকালে খেয়ে তাদের জমিতে কাজ করতে যায়। তাদের জমির পাশে একই গ্রামের কালুর হাঁসের খামার। ওই খামারে শিয়াল মারার জন্য প্রতিদিন বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন কালু। ওই সংযোগের তার তাদের জমির আইলের উপর দিয়ে ফেলে রাখা হয়। আজ কালু বিদ্যুৎ বন্ধ না করায় তারে জড়িয়ে তার শ্বশুর মারা গেছেন।
তিনি বলেন, কালুর চাচাতো ভাই জুয়েল বাড়ি এসে নিজেকে পুলিশের বড় গোয়েন্দা পরিচয় দেয়। ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেয়। আমার স্বামীসহ তারা তিন ভাই বিদেশ থাকায় আমাদের বাড়িতে কেউ নাই। আমরা তাদের হুমকির জন্য মামলা করতে ভয় পাচ্ছি।
শার্শা থানা ওসি রবিউল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামচন্দ্রপুরে একজন মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ এজাহার দায়ের করেনি। এজাহার দায়ের ও ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল