খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও সড়ক জনপদ বিভাগের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এতে আটকা পড়েছিল বহু যানবাহন ও যাত্রী সাধারণ। এদিন সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গার ফায়ার সার্ভিস ও সড়ক জনপদ বিভাগ যৌথভাবে মাটি ও গাছ সরিয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদূর রহমান যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এমআই