বগুড়ার শেরপুরে বিএনপির মিছিল ও দলীয় কার্যালয়ে সশস্ত্র হামলা-ভাঙচুরের মামলায় আয়নাল হক (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
বৃহস্পতিবার দুপুরের পর তাকে বগুড়ায় আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, গত ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা আয়নাল হককে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতার দায়ের করা ওই মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাবেক দুই এমপি, তাদের পুত্র ও ব্যক্তিগত সহকারীসহ (পিএস) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসাসি করা হয়েছে আরও অনেককে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন। তাই ওই ঘটনার সঙ্গে যারা জড়িত কেবল তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ