উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে। পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। এছাড়াও অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, নবনিযুক্ত উপাধ্যক্ষ ড. ফাতেমা হেরেন এর আগে কলেজের বনমালী ছাত্রী নিবাসের সুপারিন্টেন্ডেন্ট এর দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি সাধারণ ছাত্রীদের নানাভাবে হয়রানি করেছেন, তাদের সাথে স্বেচ্ছাচারিতা করেছেন। আন্দোলনের মাধ্যমে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। জুলাই বিপ্লবে ছাত্রলীগের মাধ্যমে শিক্ষার্থীদের হেনস্থা করতে সহযোগিতা করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য ওই শিক্ষিকা বিভিন্ন কর্মকান্ড শুরু করেছেন বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।
তবে অধ্যাপক ড. ফাতেমা হেরেন জানিয়েছেন, তিন শিক্ষক। তার সাথে শিক্ষার্থীদের কোনো বৈরিতা নেই। শিক্ষার্থীদেরকে কেউ ভুল বোঝাচ্ছে। আগামী ৯ অক্টোবর সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন। আমার ওই দিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তাদের কথা শুনেছি। বিষয়টির যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ