খাগড়াছড়িতে জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নি বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১ টায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান পৌর শাপলা চত্বরে এ অগ্নিবিষয়ক মহড়ার উদ্বোধন করেন।
খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেনের নেতৃত্বে মহড়ায় অগ্নি বিষয়ক নানা কৌশল তুলে ধরা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, যেকোন দুর্যোগে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। আজ যেসব মহড়া দেখিয়েছে তা সকলের বাস্তবে কাজে লাগবে । এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তাও রেড ক্রিসেন্টের যুবকরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বিডি প্রতিদিন/এএম