মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসটিংগুইশড রিসার্চ প্রফেসর ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতি সন্তান বিশ্বসেরা বিজ্ঞানী ড. সাইদুর রহমান সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
আজ রবিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ছনধরা ইউনিয়নের তারাকান্দা ডেংবাড়ি মোড়ে, মুন্নাখালী, নয়াপাড়া, খাড়ইপাড় ও বাঘেরকান্দাসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন ইঞ্জিনিয়ার নাজমুল হাসান সোহাগ, নাবিল, সাবেক এসআই আবু বকর সিদ্দিক, রিয়াজ উদ্দিন, মফিদুল ইসলাম মাস্টার, নূরুল হক, বাদশা আলমগীর, নূরুল ইসলাম সরকার, রাসেল আহমেদ, সেকান্দর আলী, স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসী সংগঠনের পরিচালক রাজিবুল হাসান, নাঈমুর রহমান সোহাগ, সোহাগ হাসান রানা, নাজমুল হাসান নাঈম, হাবিবুর রহমান, এম আর মূসা, এম এ মান্নান প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ