বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরার অংশ হিসেবে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার দুপুরে দলটির আদিতমারী উপজেলা শাখার আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। প্রধান অতিথির বক্তব্যে জিলানী বিগত সরকারের নানা সমালোচনা করে বক্তব্য রাখেন।
পথসভা শেষে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপজেলার বালাপুকুর, সাকোয়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা লিপিবদ্ধ লিফলেট বিতরণ করেন। এসময় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান(আশরাফ), আদিতমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার আলম রনি, সদস্য সচিব আসাদুল হাবিব মানিক, সাপ্টিবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক সিদ্দিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ