সবুজ মাঠে সূর্য হাসে
শিশির ভেজা ধান,
মিষ্টি হাওয়া লাগে গায়ে
শীতল করে প্রাণ।
বিলের জলে শাপলা ফুল
হাসছে মিষ্টি করে,
শিউলি তলায় শিউলি ফুল
খুব ভোরে ঝরে।
মৃদু মৃদু শীতল হাওয়ায়
পাখি গান গায়,
শিশির বিন্দু মিষ্টি করে
ঘাসের পানে চায়।
সবুজ মাঠে সূর্য হাসে
শিশির ভেজা ধান,
মিষ্টি হাওয়া লাগে গায়ে
শীতল করে প্রাণ।
বিলের জলে শাপলা ফুল
হাসছে মিষ্টি করে,
শিউলি তলায় শিউলি ফুল
খুব ভোরে ঝরে।
মৃদু মৃদু শীতল হাওয়ায়
পাখি গান গায়,
শিশির বিন্দু মিষ্টি করে
ঘাসের পানে চায়।