অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ব্যাংকঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ৯০ দিন ধার্য করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের পরামর্শে এটা করা হয়েছে। আগামী মাস থেকে একবার কিস্তি পরিশোধে ব্যর্থ হলেই খেলাপির খাতায় নাম ওঠার নিয়ম চালু হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য এ নীতিমালা এমন একটা সময়ে বাস্তবায়ন করছে, যখন দেশের শিল্প-বাণিজ্য কঠিন বাস্তবতা মোকাবিলা করছে। উদ্যোক্তা ও ব্যবসায়ীরা রয়েছেন অনেকটা ‘আইসিইউ’ পরিস্থিতিতে। ঋণ খেলাপের নতুন নীতিমালা তাঁদের গলা টিপে মারার অবস্থা তৈরি করবে। বহু ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে যাবেন। অনেক শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। হুমকিতে পড়বে রপ্তানি বাণিজ্য। অসংখ্য মানুষ কর্মচ্যুত হবেন। সব মিলে সমাজ ও অর্থনীতিতে চরম হতাশাজনক নৈরাজ্যের আশঙ্কা তৈরি হবে। ইতোপূর্বে ৬ থেকে ৯ মাস ঋণের কিস্তি পরিশোধ না করলে সেটা সন্দেহজনক খেলাপি হিসেবে চিহ্নিত হতো। মন্দঋণ বিবেচিত হতো ৯ মাস পেরিয়ে গেলে। এখন হঠাৎ করে আগামী মাসেই নতুন নিয়ম চালু হলে, খেলাপি ঋণের অঙ্ক ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা মোট বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। এ পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা, নতুন নিয়ম চালুর জন্য অন্তত এক বছর সময় চেয়েছেন। তাঁদের কারও কারও মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে ঋণখেলাপির বিষয়ে বিদ্যমান ৬ মাসের সময়কাঠামোই যথেষ্ট নয়। বর্তমান নিয়মেই অনেকে খেলাপি হচ্ছেন। সে ক্ষেত্রে সময় আরও কমানো হলে তা তাঁদের জন্য খুবই পীড়াদায়ক হবে। ঋণ খেলাপের পক্ষে সাফাই গাওয়ার প্রশ্ন ওঠে না। এই অপধারা দেশের ব্যাংক খাতকে দেউলিয়া করে দিয়েছে। অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জোগাড় হয়েছে। এটা অবশ্যই উপযুক্ত নিয়মকাঠামো ও শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এর কোনো বিকল্প নেই। তবে তার ষোলো আনা বাস্তবায়নে, ব্যবসায়ীদের কিছু সময়ের দাবিও অযৌক্তিক নয়। দেশের ব্যবসাবাণিজ্য ও অর্থনীতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে নতুন নিয়ম কার্যকরে ব্যবসায়ী সমাজের আবেদন বিবেচনার দাবি রাখে। শিল্পবাণিজ্য ও আর্থিক খাতের সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থেই এটা জরুরি।
শিরোনাম
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
- ‘নারীকে অধিকারহীন রেখে কোনভাবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়’
- আদালতে সাবেক সিইসি নুরুল হুদার দায় স্বীকার
- চট্টগ্রামে আরও ১৫ জনের করোনা শনাক্ত
- মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- স্কুলছাত্র-পর্যটক-রিসোর্টে মাদক সরবরাহকারী আটক
- ৫০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ
- আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস
খেলাপির নতুন নিয়ম
ব্যবসায়ীদের আবেদন নিয়ে ভাবুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর